কবিতা:-অনুনয়
✍️ মনোজ ভৌমিক

ফাগুন ফুলের বাহারেতে আঙিনা ছিল ভরে,
একটি একটি করে তুলি সাজালে খোঁপার 'পরে।
শ্রীমুখ খানি রাঙালে তুমি নানাবিধ কুমকুমে,
চোখের কাজল হয় উতলা রাত্রি যখন নামে।

রাঙিয়ে মন বললে চুপি আরশি সামনে গিয়ে,
লাগছি কেমন! বলনা তুই!!আমার দিকে চেয়ে।
আয়না শুধু নীরব চোখে দেখলো হিয়ার পানে,
লাজুক চোখে বললো হেসে রাতের ভ্রমর জানে।

বারান্দায় দখিনা হাওয়া মন প্রাণ উচাটন,
প্রতীক্ষা আর তিতিক্ষা যেন মানে না কোনো বারণ।
হঠাৎ করে মন ভ্রমরে দুয়ারে দাঁড়ায়ে দেখি,
হৃদসমুদ্র উথাল পাতাল ভাবনায় ঝোঁকে আঁখি।

বাসন্তিকা এঁকে মনেতে ঘরে নিলো তারে ডাকি,
গল্প গানে মধুর তানে রাত যেন দেয় ফাঁকি!
শিউলি সুবাস যায় হারিয়ে রাত ফুরোলেই ভোর,
কামরাঙা ঐ চোখ দুটিতে পিয়াস জাগানো শোর!

মধুর স্বরে বললো তারে, একটুকু ছোঁয়া দাও,
আমায় তুমি যাবার বেলায় রাঙিয়ে দিয়ে যাও।