কবিতা:- অপরাহ্ন
কবি:- মনোজ ভৌমিক


সোনালী ধানের শিষে ঘুমিয়ে গেছে সেই সবুজ চিঠি,
হাওয়ার পিঠে চড়ে উড়ে যায় রঙিন প্রজাপতিটি।
উদাসী সুরে গান গেয়ে হেঁটে যায় বাউলিয়া মন,
হেথা হোথা খুঁজে ফেরে,কে যে তার একান্ত আপন!


মধ্যাহ্নপথে এগিয়ে যায় জাগন্ত রোদ্দুর,
খেয়াঘাটে মাঝি গেয়ে যায় কত শত বিষণ্ণ সুর।
চৈত্রের জ্বালা নিয়ে ঘুমিয়ে যায় আজ মেঠো বুক,
কি জানি কি প্রতীক্ষা নিয়ে চেয়ে আছে বৈশাখীমুখ!


পশ্চিম দিগন্ত ছুঁয়ে ডুবে যায়  রিক্ত ভালোবাসা,
আঁধার ঘনিয়ে আসে ফুরিয়ে যায় জীবনের ভাষা।