কবিতা:-আর একবার দেখা দাও
কবি:- মনোজ ভৌমিক


মানুষকে ভালোবাসতে চেয়েছি বারবার
আঘাত দিয়েছে তারা আমায় প্রতিবার।
ঘৃণা-হিংসা-বিদ্বেষে ভরে গেছে আজকের সমাজ।
বুঝিয়ে দিয়েছে সবারে,পশু থেকে বিবর্তিত মানুষ যে আজ!


কোথা তুমি শ্রীচৈতন্য মহাপ্রভু!
সে প্রেমের আন্তরিক ভাষা
দেখেছে কি আজ কেউ কভু?
সে দরদ আজ নেই কোনো  খানে।
ঐশ্বর্য্যের খেলা ঘরে,
আজ অন্য প্রেম খেলা করে।


হে স্বামী বিবেকানন্দ!
জীব সেবার মহামন্ত্রে তুমি ছিলে ধন্য।
আজকের জীব সেবায়,ওঠে হাজারো প্রশ্ন!
ওখানে'মানুষ' ছিল,ছিল আন্তরিক ভাবনা অনন্য।


আজ তাই এ বাউল-মন,খুঁজে ফেরে তাকে
পথে-ঘাটে,বনে-জঙ্গলের দুর্গম পথেতে।
চিৎকার করে ডাকে,"কোথায় গো মানুষ...অনন্য!
আর একবার দেখা দাও- আগামীর জন্য।"