কবিতা:-আর মেয়ে কি জন্মদিবি?
কবি:-মনোজ ভৌমিক


ফ্রকের মধ্যে রক্তের দাগ!
চমকে উঠেছে মা আর বাপ।
দুধের শিশু,বোঝেনা কিছু
ভয়েতে হয় যে কাঁচুমাচু


ছুটল নিয়ে হসপিটালে
পরীক্ষার রিপোর্ট বলে
যৌন হেনস্থা হয়েছে রে!
শীঘ্র চলো পুলিশ ষ্টেশানে।


বলছে সেথায় কেঁদে কেঁদে,
মা,ক্যাডবেরি আর খাব নারে
বারবিটাতে বড়ই জ্বালা
কানামাছি খেল্লে ওরা।


ছিঁড়ল আমার শরীরটা মা
নাভির নীচে তাই রক্ত জমা
স্কুলে আর আমি যাব না মা
শয়তানেরা যে হোথায় জমা।


কম্পিউটারে কাটুনের নামে
নোংরা ছবি দেখায় গোপনে।
ক্যাডবেরিটার অজুহাতে
নিয়ে গেল বাথরুমেতে।


বলনা মা কেন আমি রে
জন্মেছিলাম মেয়ে হয়ে!
আর মেয়ে কি জন্মদিবি!
না পেটের ভেতর মেরে দিবি?