কবিতা:- অর্জুন বলছি
কবি:- মনোজ ভৌমিক


গাণ্ডীব হতে তীর ভেদিল শুষ্ক মেদিনী,
উত্থিত হলো না আজ জননী জাহ্নবী!
পিতামহ ভীষ্ম যে শরশয্যাতে এখন,
পিয়াস মেটাবে বলো সে আজকে কখন?
বেচারা অর্জুন! দেখেনি ধ্বংস সভ্যতা,
নিশ্চিহ্ন বনানী, ঊন্মাদ বিকৃত মানবতা।
বারে বারে হেতা হোথা ফুঁড়িছে মেদিনী,
জলস্তর নিম্নমুখী বলিছে যে বিজ্ঞানী।
আক্ষেপেতে ভ্রান্ত অর্জুন গাণ্ডীব  ভাঙিল,
বিনা যুদ্ধেই কুরুক্ষেত্র নয়নে হেরিল।
শতসহস্র ভীষ্ম সহ মরিবে জনপ্রাণী,
জলশূন্য হইবে ধরিত্রী সকলেই মানি।
পাহাড় শিখরে চড়ি পুকারে অর্জুন,
"ওরে বিশ্ববাসী,আজ মন দিয়া শুন;
আগামী প্রজন্ম যদি রাখিস জলসুখে,
একটি সজীব চারা রোপ ধরণী বুকে।
আগামী আকাশে দেখো কালো মেঘের ঘটা,
সিঞ্চিত রসে তৃপ্ত প্রজন্ম সহ ভীষ্ম আত্মা।"



বি:দ্র:- বিশ্ব জল দিবস