কবিতাঃ- আসবে কাঙ্খিত বৈশাখ
✍️ মনোজ ভৌমিক
তপ্ত দখিনা বাতাস, মৃত্যু চিতার জ্বলন্ত উত্তাপে,
আর এক চৈত্র বিদায় নেয় গভীর সন্তাপে।
চেয়ে দেখো, চেয়ে দেখো, ঘনিয়েছে কঠিন আঁধার!
কুজ্ঝটিকাময় অন্ধকারে ব্যপ্ত চারিধার!!
ঝরাপাতার নীরব হাহাকার,শুনি স্বজন ক্রন্দন,
কবে বলো স্তব্ধ হবে এই অকালবোধন!
আনন্দমুখর স্মৃতি রোমন্থিত মনের গভীরে,
চৈত্র বিদায় নিলে,নব বৈশাখে যাসনে ঘরের বাইরে।
আধিপত্য সভ্যতার বিষবাস্প ছড়িয়েছে অনল,
সময়ের ভাঙলে ঘুম এ বিষ একদিন হবে নির্বল।
কয়েকটা চৈত্র হয়তো এইভাবে যাবে কেটে,
শোক, দুঃখ,হাহাকার এমনি করে নিতে হবে বেটে।
এরপর আসবে কাঙ্খিত বৈশাখ... অভিনব উচ্ছ্বাসে,
বিরহ বেদনা ভুলে এ পৃথিবী জাগবে নতুন বিশ্বাসে।