কবিতা :- আশাবাদী
মনোজ ভৌমিক
সময় যন্ত্র তৈরি করলো এক নতুন অভিধান,
হয়তো এবার এ দেশে তৈরি হবে নতুন সংবিধান!
রাজতন্ত্রের অবসান হয়েছে কয়েক দশক আগে,
তারই ছায়া নিয়ে হাঁটছিলো ওরা মানচিত্রের দাগে।
সময়ের ইতিহাস গড়ে নেয় গণতান্ত্রিক নেতা,
এই ভারতবর্ষ জানে কিন্তু ভরতের ইতিকথা।
সময়ের ফেরে অনেকবার জ্বলে গেছে দাবানল,
বজ্রদীপ্ত মুষ্টি এসেই নিভিয়েছে সে অনল।
মাটির গন্ধ নিয়ে জেগে ওঠে যে অরূপ রুপকার,
বিশাল জনসাধারণ সদাই জয়গান গায় তার।
বিভেদ বিরোধ একপাশে রেখে তাকিয়ে আছে বিশ্ব,
আগামীতেই বলবে তারা," দেখো, আমার ভারতবর্ষ। "
পঞ্চবর্ষে হিসাব বলে প্রতিরক্ষায় দৃঢ় দেশ,
জনসংযোগ ব্যবস্থাতেও হার মানছে বিদেশ।
দূরদর্শীতার চিন্তা ভাবনা সুদূর প্রসারী ওর,
আগামীতে ঠিক গণতন্ত্রের খুলবে নতুন দোর।