কবিতাঃ- অসীম প্রত্যাশা
✍️ মনোজ ভৌমিক


কোথায় আমার সোনার বাংলা!
দেখছি শুকনো ঘাস!!
প্রতিনিয়ত দেখি চারদিকে
শুধু রক্ত মাখা লাশ!


রাজনীতি আজ বড় বিজনেস
বাংলার মাটি জুড়ে,
কৃষ্টি, সৃষ্টি আর উদার ভাবনা
ধীরে ধীরে যাচ্ছে উড়ে!


আমজনতা গোবেচারা বড়
পাচ্ছে ভোটার গুঁতো,
ঐ গণতন্ত্রের সুর চড়ালেই
হতে হবে সর্বভূত!


উপঢৌকনে ভরছে ভাণ্ডার
উন্নয়ন পায় ব্যথা,
দুয়ারে দুয়ারে পাচ্ছ রেশন
এটাই কী কম কথা!


ওই হতাশাগ্রস্থ মানুষ গুলো
বুঝতে পারে না কিছু,
এদিক থেকে ওদিক বদলায়
সময়ের পিছু পিছু।


শিক্ষিত বেকার আর কেঁদো না
ভাবনায় শিল্পায়ন!
পরিযায়ী যদি না হও ভালো
ভাতা হবে প্রাণায়ণ।


বাংলা আবার জাগবে জানি
ভাবনা হবে সোচ্চার,
সর্বক্ষেত্রে বাজিয়ে ডঙ্কা বলবে,
এই বাংলা আমার।