কবিতা:- আত্মবিলাপ
কবি:- মনোজ ভৌমিক


সংসারের অনেক গোপন কথা বুঝি।
কিন্তু তার মধ্যে কোনো কারণ না খুঁজি।
কারণ খুঁজলে হবে ব্যথার সমন্বয়।
আধপোড়া মনে জিজ্ঞাসা কথা কয়।


কাজের মধ্যে অ-কাজ যখনই দেখি,
চোখ ফিরিয়ে সেখান থেকেই হাঁটি।
বললে কথা তখন হবেই বিপর্যয়,
এ মন তখন মুখ বুজে সব সয়।


সেদিন ঘরেতে এসেছিল এক জনা।
তার সাথে ছিল না আমার দস্তিপনা।
তুমি হেসে তারে বসালে আপন ঘরে।
আমার মনটি হাজারো প্রশ্ন করে।


হঠাৎ ঘরেতে ডাকলে আমায় তুমি।
বললে আমায়,"বান্ধবীটির স্বামী।
অনেক প্রশ্ন জাগলো আমার মনে,
হাই-হ্যালোতেই গেলাম একটু ভুলে।


ক্ষাণিক পরেই গেলেন তিনি চলে।
গিন্নি এবার এলেন আমার ঘরে।
বলেন আমায় একটু মুচকি হেসে,
"রিনির জন্যে টিচার রাখলাম ওকে।


বলতে বলতে বসল আমায় ঘেঁসে,
ভাবলাম মনে,মতলব কিছু আছে।
শুনলাম শুধু,উত্তর নেই কিছু।
বয়স আমার দ্বিগুণের বেশী কিছু।


হয়তো জীবন এমনি ভাবেই যাবে।
নিজের ভাবনা নিজেকেই কুঁরে খাবে
বেশী কিছু হলেই আত্ম বিপর্যয়।
আমি চলে গেলে রবে নাকো সংশয়।