কবিতা:-অভিভাবকের মৃত্যু
কবি:- মনোজ ভৌমিক


নেমেছে সন্ধ্যা জীবন নদীর বুকে,
নদীতে ঢেউ হঠৎ উথলে ওঠে।
জেলে জাল নিয়ে আছেড়ে পড়েছে কূলে,
বেসাহারা মাঝি নিজেকে গেছে যে ভুলে।


অন্ধ চোখটা আলোর দীপ্তি খোঁজে,
হাড়-পালাগুলি শিথিল স্বপ্ন দেখে
রক্ত-মাংসে নদী-স্রোত খেলে না যে,
মজা নদীটা,হঠাৎ শুকোয় সাঁঝে।


ডাল-পালাগুলি,নিজেরে গুটিয়ে বসে।
ফ্যাকাসে চোখেতে নোনাজল নেয় মুছে।
কিছু শিকড় ধায় চোরাবালু নদীচরে,
বাকী আর কিছু হিসেবের জমি খোঁজে।