কবিতা:- আয় বৃষ্টি
             মনোজ ভৌমিক

মন ভেঙে ভেঙে আকাশি রূপকথা,
দু:খ জমানো হাওয়াদের বুকে ব্যথা।
কালে কালে দেখি জমে ওঠে কালো মেঘ,
ধীরে ধীরে থামে বাতাসের গতিবেগ।

উতলা প্রাণেতে গুমোট আর্তনাদ,
মগ্ন হৃদয় বৃষ্টিতে প্রণিপাত।
আয়না বৃষ্টি আকাশ ভেঙে এ মনে,
প্রেমের পিয়াস বুজিয়ে নিই দু'জনে।

দেহ ধুয়ে ধুয়ে সিক্ত হবে এ প্রাণ,
মুছে যাবে যত পুরাতন অভিমান।