কবিতা:- আয় না বন্ধু
মনোজ ভৌমিক
আগুনজ্বলা মন এখন বৃষ্টিতে মশগুল,
হৃদয়পুরে গাইছে গান বেহেস্তের বুলবুল।
নীল আকাশে আজকে দেখি কাজল মেঘের ঘনঘটা,
খুলছে পসরা, বেরিয়ে আসছে উড়ো চিঠি ছিটেফোঁটা।
আকাশকুসুম কল্পনাগুলো ভিজছে যে ধীরেধীরে,
মনাকাশে রংধনু রঙ আজ ঝিলিক মারছে ওরে!
দেখ না আজকে ওই চাতকী মনে পিয়াস যে অপার!
ময়ূরপেখম উড়িয়ে নিয়ে বলছে,"তুমি যে আমার।"
ভাবনাগুলো খাচ্ছে যে দোলা,করছে ভীষণ লুটোপুটি,
আয় না বন্ধু,চল না সাথে সেই শৈশব নিয়ে ছুটি।