কবিতা:- আয় না এ বুকে
মনোজ ভৌমিক
ওমন করে মুখ ফুলিয়ে আছিস কেন রে দূরে?
কাজল চোখে আমায় কেন দেখিস ঘুরে ঘুরে?
বুঝিস নাকি এই বুকে তা কেমন জ্বালাতন!
আগুন জ্বলে সদাই বুকে পুড়ায় যে তা মন।
এমনিভাবে দূরের থেকে দেখিস না তুই ওরে!
কী সুখে তুই কাজল-চোখী কাঁদাস অমন করে।
আয়না বুকে আজ ভুলে তোর সকল অভিমান,
রিক্ত দেহ সিক্ত করে জুড়িয়ে দে এই প্রাণ।
সময়কালে এমনি কি তোর দূরে থাকার কথা?
দেখ না রে আজ তোর কারণে পাচ্ছি কত ব্যথা।