কবিতা:-বাঁচতে গেলে হাসতে হবে
কবি:- মনোজ ভৌমিক


সবাই বলে হাসি যে চাই!
হাসতে আমি জানি না ভাই।
হাসতে গেলে বিষম যে খাই।
কি যে করি বলনারে ভাই?
হাসি আছে কোন দুনিয়ায়?
মরছে সবাই মনের ব্যথায়।
পয়সা রোগে নাচছে সবাই।
হাসি আজ কোথায় আছে ভাই?
ঐ দেখ না ওই শিশুটাই
হাসল যখন একটু জোরে,
মা বললেন,"হোমোওয়ার্কটা
করেছিস কি সঠিক করে?"


ঐ পতিটি আজ ভোরেত
হাসল যখন ঘুমের ঘোরে।
বৌটি বলেন,"কী ব্যপার হে
হাসছ কেন ওমন করে?
কে এসেছে গো ঘুমের ঘোরে?
বলো আমায় জলদি করে
নইলে তুমি বুঝবে পরে।"


সেদিন দেখি বসের মুখে
মুচকি হাসি সেক্রেটারিতে।
ওমনি সবে ফিসফাসিয়ে
বলছে কথা কানে কানেতে।
হাসছে কেন গোমড়া মুখো!
চড়লো নাকি প্রেমের ভুতো!


বদ্যি মশাই গম্ভীর হয়ে
বলেন একটু শান্ত ভাবে,
"হার্টের রোগ কেয়ার নেবে।
হিসেব-নিকেষ সব ভুলে
সকালে উঠে হাঁটতে যাবে।
হাসতে হবে একটু জোরে
নইলে আবার দু'দিন পরে
আসতে হবে হসপিটালে।"


সবাই বোঝে, সবাই জানে।
হাসতে গেলে পাগল ভাবে।
ঐ পাগলটা বেশতো আছে
যখন খুশি হাসতে থাকে।
হিসেব-নিকেষ জানে না যে
নীরোগ হয়ে বাঁচে ও যে!
বাঁচতে গেলে হাসতে হবে।
দুর্ভাবনাটা ছাড়তে হবে।
এই কথাটি মানতে হবে।