কবিতাঃ- বাঁচুক এ স্বাধীনতা
✍️ মনোজ ভৌমিক
কোন রক্ত চেয়েছিলে নেতাজী তুমি ঐদিন!
যে রক্ত আজ কাঁটাতারে ঝরছে প্রতিদিন!!
কোন স্বাধীনতা দেবে বলেছিলে সেদিন!
যে স্বাধীনতা দেশ ভাগ চায় দিন দিন!!
মনের মাঝে আজকেও হাজার প্রশ্ন ঘোরে,
শত ভাবনা হৃদয়টাকে খাচ্ছে কুরে কুরে।
মসনদী লোভীরা ভাগ করলো স্বাধীনতায় দেশ,
স্বাধীনতার নামে পেলাম ধর্মের ভাগশেষ!
ব্রিটিশের সাথে কেন ছিল অমানবিক দুরভিসন্ধি!
গণতন্ত্রের প্রথম শিরোচ্ছেদ দাগ কাটে আজ অবধি।
স্বদেশপ্রেমে উন্মাদ ছিলেন যে অদম্য সৈনিক,
সিংহাসন লিপ্সা নয়,মানবতাই ছিল তার প্রতীক।
ভেবেছিল কি সেদিন কেউ 'আজাদ হিন্দে' থাকবে নারী!
হে দূরদর্শী স্বাধীনচেতা বীর তোমারে প্রণাম করি।
ব্রিটিশের ঘৃণ্য প্ররোচনায় কেন ঝোঁকালো মাথা!
গর্জে কেন উঠলো না সেদিন সকল স্বাধীনচেতা?
আসল কথা তুমি হতে অখণ্ড দেশের রাষ্ট্র নায়ক,
আপোষহীন সংগ্রাম দেখলো নেপথ্যে হীনতার পরিচায়ক।
তাই বুঝি প্লেন অ্যাক্সিডেন্ট ছিল নিতান্তই অজুহাত,
নিজ দেশে গুমনামী ছদ্মবেশ দিলো তোমার সাথ।
প্রশ্ন শুধু প্রশ্নই থাক, বাঁচুক এ স্বাধীনতা,
প্রতি জন্মদিনে শুনে যেও হৃদয়ের ব্যথাকথা।