(কবিতা:- বানভাসি আগমনী
কবি:- মনোজ ভৌমিক)


আকাশ তখন কালি মেখেছিল,
মাটির রঙটি লাল।
শ্রাবণ বাতাস ভারি হয়েছিল,
পিয়াসী ছিল কি খাল?
মেঘের চোখেরা কাজল ধুয়েছিল,
ধরায় ডাকল বান।
তোর মনটি ভিজে গিয়েছিল,
গা ডুবে হল কাঙাল।
আবার শ্রাবণ ডাকবি না কি?
দেহের যে বুরা হাল।
হাত-পা ভাঙা গাছ পালাগুলি,
চারিদিকে বেহাল।
সকল জীবন গন্ধ সড়ন,
শিউলির বাঁচে কি জান?
কাশের বনেতে হাসি মরেছে,
শরতের আছে কি প্রাণ!
কেমন করে গাইবি তুই আজ,
আগমনীরর গান?


বি:দ্র:-বুরা,সড়ন,জান এই গুলি হিন্দী শব্দ।