কবিতাঃ- বেকুব
✍️ মনোজ ভৌমিক


দিন প্রতিদিন মানুষ গুলো মুখটিপে ভাই খুব হাঁচে!
বলতে থাকে, এই বেয়েকুব, এমনি করে কি কেউ বাঁচে!!
মুখটি তুলে মুচকি হেসে বলতে থাকি, কেন রে ভাই?
বেকুবি ওই হাসিটাকে একবার তুই কর যাচাই।


সবজান্তার মত কেন সবখানেতে তুই দাঁড়াস?
ডাকলে কেউ সবার আগে তুই ই কেন পা বাড়াস??
সব কলহে কেন রে তোর আপনার দোষে মন দোলে!
ওদের মত উঁচিয়ে গলা দোষ ঢাক না ছলের বলে।


না  বলাটা শিখবি কবে? সব কথাতেই হ্যাঁ বলিস!
শোনার আগেই সব বিষয়ে শুধুই কেন ঘাড় নাড়িস!!
স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেইবা আজ পথ চলে?
সমাজসেবী বলছে যারা টি আর পি দেখ চোখ খুলে।


মিঠে সুরের আওয়াজ পেলেই উথলে কেন মনটি তোর?
বুঝিস নাকি কাজ ফুরোলেই পাজির মত বলবে চোর!
সবজাগাতে এমনিকরে আতিথেয়তা দেখাতে নেই।
পানের থেকে খসলে চুন,শুনবি হাজার কথার খেই।


হতাশা বুকে জমিয়ে রেখে বাজাস কেন পরের ঢোল!
সময়কালে দেখিস তুই ওরা ওড়াবে তোর খিল্লি বোল।
বেকুব তোর বেকুফিটা এবার না হয় একটু ভোল,
ওদের তাদের ঘা খেয়ে তুই নিজের চোখে আজকে খোল।


চুপটি করে ভাবতে থাকি কথাগুলি সব ঠিক বটে,
ঠটে বেড়াই তবুও কেন বোঝার ক্ষমতা নেই ঘটে!