কবিতা:- বিবর্তিত ভালোবাসা
✍️ মনোজ ভৌমিক


ভার্চুয়াল এই জীবনে আজ দেখছি কতকিছু,
দিনগুলি সব 'ডে' হয়েছে সময়ের পিছু পিছু।
দিন তো আগেও দিনই ছিল, ছিল ভালোবাসা,
সময়ের সাথে বদলেছে রঙ বেড়েছে নিরাশা।

তুমি আমি পথ ভুলেছি মিথ্যে প্রেমের ফাঁদে,
অতৃপ্তি আর অসন্তুষ্টি মনের গহীনে কাঁদে।
পরশ্রীকাতর হয়ে আজ খুঁজছি হৃদয় ভাষা,
অধিক পাওয়ার নেশায় মেটে না মনের আশা।

ভালোবাসা আছে কোথায় আজকের দুনিয়ায়!
মিথ্যে সকল নাটক করে দিনগুলি বদলায়।
সাবেকী সেই ভালোবাসায় ছিল না কোনো রঙ,
না গোলাপ, প্রস্তাবনা, প্রতিশ্রুতি,প্রমিশের এই ঢং।

হৈ হুল্লোড় হাসি কান্নায় একান্নবর্তী জীবন,
তার মাঝেই বেঁচে থাকতো ভালোবাসা অণুক্ষণ।
নিউক্লীয় এই জীবনে মৃত আন্তরিকতা,
অভিনয়ে ভালোবাসা খুঁজছি যথাতথা।

ভালোবাসার প্রকৃত অর্থ আজকে দিকভ্রান্ত,
আপন বলতে কেউ কারো না নিজকে নিয়েই ক্ষান্ত।
স্বামী-স্ত্রীর ভালোবাসায় দেখি আমিত্বের ভড়ং,
না আছে সেই হৃদয় কথা,না মন হারানো রঙ।

পুত্র কন্যার ভালোবাসার প্রত্যাশা রয় অধিক,
বৃদ্ধাশ্রম হাতছানি দেয়, ভালোবাসা সাগ্নিক।
বন্ধু প্রেমের ভালোবাসা আজ অনলাইনে ঘোরে,
অসম লিঙ্গের ভালোবাসা নিয়ন আলোয় মরে।

"ভালোবাসা!" "ভালোবাসা!!" আজ হৃদয় হারা জল্পনা,
সময়ের সাথে বদলেছে দিন মিথ্যে শতেক কল্পনা।