কবিতা :- বিতৃষ্ণা
মনোজ ভৌমিক
চায়েতে চুমু দিতে গেলাম,
ঠোঁট দুটো থমকে দাঁড়ালো!
এখন আর চা খেতে ভালো না জানো!
চায়ের মধ্যে মিষ্টির পরিমাণটা অনেক কম!
তবুও খেতে হয়।নেশার মত হয়ে গেছে।
আজ এখন বয়স এগিয়ে চলেছে,
হয়তো সুগার লেভেলটা একটু বাড়ছে!
তাই বোধহয়, চায়ের সঙ্গে জীবনের মিষ্টতা কমে আসছে!
এখন চা দেখলেই ইচ্ছে হয় চুমু দিতে,
কিছুক্ষণ ওর ঘ্রাণটা চোখবুজে শুঁকে নিই।
তারপর মনটা ঘিনঘিন করে ওঠে।
হয়তো সময়ের সঙ্গে মনেরও পরিবর্তন ঘটে!