কবিতা:- বিয়োগের স্বভাব
             মনোজ ভৌমিক


সেদিন ছেলেকে অঙ্ক কষাতে বসালাম।
যোগ-বিয়োগ-গুণ-ভাগ শেখাতে গেলাম,
ভাগটা ওর মাথায় ঢুকছিল না।
গুণের নামতাটাও ভালো আসছিল না,
বিয়োগ করতে করতে বার বার যোগ করছিল।
আমি জিজ্ঞাসা করলাম,"কি করছিস পাগল?"
ও আমাকে বলল,"বাবা,ভালো লাগে যোগ করতে,
যোগের ফলটা বেশ বড় হতে থাকে।"
আমি হাসলাম আর মনে মনে বললাম,
"আজকাল ঘরে বাইরে যোগের বড়ই অভাব,
তোর মত যখন ছোটো ছিলাম,আমিও যোগ করতাম।
কিন্তু,আজকাল চোখের সামনে সব বিয়োগের স্বভাব।"