কবিতা:- বৈশাখী আকাশ ও পৃথিবী
কবি:- মনোজ ভৌমিক


নিদ্রাহীন আকাশটা চেয়ে আছে আজ পৃথিবীর দিকে,
ঘুম নেই তার চোখে,অজস্র যন্ত্রণা জমে আছে বুকে।
রাক্ষুসে সূর্যটা আজ হাওয়াদের গরম করে রাখে,
মেঘবালিকারাও আজ আর আসে না ঘুরে তার বুকে।


তবে কি ওরাও আজ বেরিয়ে গেছে অন্ধ গহ্বর দিয়ে!
ক্লান্ত আকাশটাকে,পরিশ্রান্ত পৃথিবীকে আজ যায় শুনিয়ে,
" না ঘুমিয়ে লাভ কি?যা হওয়ার তা তো হতেই থাকে।
এই দেখো এগিয়ে চলেছি টেনে আধ মরা শরীরটাকে।"


জানি তুমি গভীর ভালোবাসো আজও আমারেই প্রিয়ে,
চাতক ঘুমিয়ে যায় ক্লান্ত দেহে অসীম পিয়াসা নিয়ে।
তুমিও ঘুমিয়ে যাবে একদিন,সূর্যটা হারিয়ে গেলে,
আমি তো জেগে রবো এই চোখে আকাশ প্রদীপ জ্বেলে।


এ গভীর বিরহ ব্যথা আজ শোনাই বলো গো কারে?
এই পড়ন্ত বেলায় আজো নৈ:শব্দ্যে প্রেম খেলা করে।