কবিতা:- বলনা রে তুই নারী
কবি:- মনোজ ভৌমিক


অহল্যা নির্বাক পাথর হয়ে গেছে!
দ্রৌপদী কেঁদে কেঁদে কৃষ্ণকে ডেকেছে।
আজ তুমি কাকে ডাকবে বল হে নারী!
আজকের রামেদের অনেক মজবুরী।


কৃষ্ণ! সে তো গোকুল ছেড়েছে।
কংসকে সাথে নিয়ে সাফল্য খুঁজছে!


অহল্যা পাষাণ হয়ে গভীর  প্রতীক্ষাতে ছিল।
দ্রৌপদী বস্ত্র হরণে,কত চিৎকারই না করল!
নির্দোষ অহল্যার কথা,সেদিন শোনেনি গৌতমমুনি।
আজকের অভুক্ত অহল্যাদের,দেহ বেচা অসীম মজবুরী।
গৌতমমুনির মুখে আজ নেই যে অভিশাপ।
কারণ,নির্বস্ত্র আজকের দ্রৌপদীরা দিয়েছে তার সাথ।
পান্ডবেরা গর্জন ভুলে গেছে আজ!
দুর্বৃত্তরা দু:শাসনের সাথে মিলায়েছে হাত!
বলনা রে তুই নারী,যুগের পরিবর্তনে
কতবার ঐ পুরুষদের থেকে নিজেরে বাঁচালি!