কবিতা- বন্ধু
মনোজ ভৌমিক
স্বপ্নালু জীবন নিলো অগ্নির শপথ,
সাত পাকে বাঁধা হলো, আগামীর পথ।
লাল হলুদ সবুজে বন্ধুত্ব বন্ধন,
এর চেয়ে বড় বন্ধু, কোথায় এখন?
যতই বন্ধুত্ব গড়ি চমকে ধমকে,
নিমেষে টুটিয়া যায়, চোখের পলকে।
ঐশ্বর্য আবেশে বন্ধু অনেকের হয়,
ধনহীন হলে পরে,বন্ধুত্ব ফুরায়।
বন্ধুত্বের অনুভূতি জাগে সদা মনে,
সাতপাকে বাঁধা বন্ধু, সর্বোচ্চ ভুবনে।
এমন বন্ধুত্ব আজ পাবে না কোথাও,
বিশ্বমাঝে খুঁজে দেখো,যদি তারে পাও।
জীবনে চলার পথে,বন্ধু যায় আসে,
প্রণয় সূত্রে বন্ধুত্ব, চিরকাল পাশে।