কবিতাঃ-বন্দনা হোক তোর
✍️ মনোজ ভৌমিক

চিতার আগুনে খাক হয়ে গেছে
কত শত প্রিয়জন!
কবরের মাটি নরম এখনো
ঘুমায় আপনজন!!

ফুটপাতে কাঁদে অভুক্ত কঙ্কাল
চোখ নেই আজ কারো!
মাটির পৃথিবী অসহায় আজ
হিংসা হয়েছে বড়!!

মানবতা আজ মৃত ইতিহাস
মনুষ্যত্বের রুগ্ন ধ্বজা,
মানুষের মাঝে অমানুষ যারা
কবে পাবে তারা সাজা?

পৃথিবীর বায়ু বিষিয়েছে ওরা
নীতি করে অবিচার!
ওদেরকে তুই করবি না ক্ষমা
করিস রে সংহার।

সমতার বাণী নাইবা গাইলো
বেঁচে থাকা কেন ভার?
অসুরদলনী তুই যদি মাগো
ঘুচিয়ে দে অনাচার।

মুখরিত হোক আকাশ বাতাস
তোরই আনন্দ গানে,
প্রকৃতি আবার স্বাভাবিক হোক
সময় খুঁজুক মানে।

বিষাদের রঙ হোক না ফ্যাকাসে
আসুক নতুন ভোর,
আগমনী গানে জাগুক এ ধরা
বন্দনা হোক তোর।