কবিতা:- বসন্ত দিনে এমনি শ্রাবণ
কবি:- মনোজ ভৌমিক


শীতের আবেশ ছাড়তে ছাড়তে বর্ষা কেন এলো?
তাই বুঝি আজ বসন্তটা দূরেই দাঁড়িয়ে গেলো!


পলাশ কেন সিক্ত আজ, জল টপটপ চোখে!
কৃষ্ণচূড়া দুলছে কেন,আজকে এ রূপ দেখে?


ও বৃষ্টি! এলি কেন, আজকে এমন করে?
বসন্ত দূত বলবে কারে,"কিউ কাহারে?"


গুনগুনে ঐ শীতটাতে আজ কনকনে রূপ দেখি,
তোর চোখে তাই বসন্ত আজ হয়ে উঠেছে মেকি।


আবার কবে দক্ষিণ হাওয়া,আসবে হেথায় ধেয়ে!
তোর মনটা উঠবে হেসে প্রেমের আবেগ নিয়ে।


জীবন মাঝে আজকে দেখি অসম সব খেলা।
তুইও বৃষ্টি বদলে গেলি আজকে এই বেলা।


হোক না বৃষ্টি,ভিজুক না মন,শ্রাবণ মনে করে,
বসন্তদিনে এমনি শ্রাবণ, আর পাবি না ওরে।



বি: দ্র:- গতকাল থেকে দক্ষিণ গুজরাতে হালকা বৃষ্টি।