কবিতা:- বৃষ্টি নামছে,সাগরকে ভালোবেসে
কবি:- মনোজ ভৌমিক (দুর্নিবার কবি)


তোমার বুক থেকে,ধীরে ধীরে নিজকে সরিয়ে নিয়ে;
আমি আর একটা অলকনন্দা হয়ে যেতে চাই,নীলাম্বরীরর বুকে।
তুমি সায় দিয়েছ।প্রতিবাদ করোনি কোনো দিন।
ছেড়ে যেতে ইচ্ছে ক'রে না তোমায়;
কিন্তু কি করবো!ভালোবাসা যে গভীর।
তাই দূরে এসে,তোমার নিরাশাগ্রস্ত স্ত্রীর মুখে,
একটু ফোটাতে চাই স্বস্তির হাসি।
জানো,এখানে শান্তি নেই।
ঐ দূরুন্ত রাক্ষসটা,প্রায়ই আমার দিকে তাকাতে থাকে।
আর ঐ যে বদমাইশ প্রতিবেশীরা, ধেয়ে এসে উঁকি ঝুঁকি মারে।
আর বলে, "আমাদের বুকে এসো।"ভীষণ রাগ হয়।
আমি আর পূর্ণ-যৌবনা হতে পারি না।
তোমার ছবি আঁকতে পারি না,দু'নয়নে।
ইচ্ছে হলেও,তোমার বুকে ফিরে যেতে পারিনে।
এখন রাত হয়েছে,ওরা সবাই ঘুমিয়ে পড়েছে।
আমার চোখে-মুখে প্রেম রসের অবাধ্য গতি।
আমি আর পারছি না.....
আমার এই প্রেম-রসা-সিক্ত ঊন্মাদ দেহটা,
এবার ঝাঁপিয়ে পড়তে চলেছে তোমার বুকে,
তোমাকে ভালোবেসে।