কবিতাঃ- বৃথাই খোঁজা
✍️ মনোজ ভৌমিক

দিগন্ত ছুঁয়ে গোধূলি করছে খেলা!
ক্ষণিক পরে সন্ধ্যা নামার বেলা।
মন ভাঙা মনে লাগে না তো আর রঙ!
দখিনা বাতাস করে না তো জ্বালাতন!!

শিউলি সুবাস ফুরিয়ে গেছে কবেই!
কালবৈশাখী এবার তো শুরু হবেই!!
মনের গভীরে মন একা কেঁদে যায়,
ভালোবাসা ব্যথা বোঝানো বড়ই দায়।

মনের জানালা খুলতে বলো না আর,
হৃদয় গহীনে জমাট মেঘের ভার।
নোনা জল এসে ধুয়ে যায় মুখ বুক!
বৃথাই খোঁজা আজ পুরাতন সুখ।