অলক্ষ্যে দাঁড়ায়ে তুমি হাসো!
পৃথিবীর সব খেলা দেখো।
কেউ হাসে, কেউ কাঁদে,
কেউ করে ছল অনুক্ষণ।
তুমি দেখো সারা ভূ-মন্ডল।
আমি দেখি ছোট্ট লোকালয়।


সকালের স্নিগ্ধ আলোয়
চোখ মেলে দেখি,
ব্যস্ততা ছড়িয়ে পড়েছে
আমি বসে আছি।
পাখীরা উড়ে চলে
বনানীর পানে।
রোজকার খাদ্য অন্বেষণে।


মানুষের ব্যস্ততা হৈ হৈ করে।
কেউ চলে ধরনাতে,
কেউ যায় কাজে।
শিশুরা মাথায় হাত ঠেকে,
যায় আগামীর পথে।


মন্দির দাঁড়িয়ে থাকে,
সমাজের এক পাশে।
ঢ্ং ঢ্ং ঘন্টা বাজে
প্রতি ক্ষণে ক্ষণে।
কেবলি পুরোহিত থাকে,
তিনিও ব্যস্ত দেখি নানান অ-কাজে।
ভক্তরা দূর হতে হাত জোড়ে,
কাছে নাহি আসে।