কনিতা:- চাতকী পিয়াস আজ যে বড়ই মেকি
মনোজ ভৌমিক
সময়ের স্রোতে গা ভাসানো কত ছবি,
বলে কেন ওরা তুমি নাকি আজ কবি!
কবিতার বনে ভালোবাসাবাসি খেলা,
শব্দ দূষণে বেড়ে ওঠে কালবেলা।
ভালোবাসা মন মরে গেছে যেন কবে!
হয়তো সেটা বিষাদ ফাগুনই হবে!
চৈত্রধূলায় ধূলাময় মনের কোণা,
বৈশাখের ঝড়ে উড়ে গেছে ধূলিকণা !
পিয়াসী চাতক চিৎকার করে ফেরে,
আকাশের প্রেম বড় নিষ্ঠুর ওরে!
মেঘবালিকা হাওয়ার সাথেই ঘোরে,
ঐ চাতক তার হদিস পাবে কি ক'রে!
পিয়াসী মনের ঘোরাফেরা অবেলায়,
সাবেকি জল খোঁজা আজ যে বড় দায়।
কবিতা এখন কালো মেঘেদের ছলে,
ওখানে বৃষ্টি উড়ো মেঘে কথা বলে।
সময় ফুরানো সময়েতে চোখ রাখি,
চাতকী পিয়াস আজ যে বড়ই মেকি।