কবিতাঃ-চাওয়াটা সীমিত হোক
✍️ মনোজ ভৌমিক
তুমি আমি ভালো নেই
পিঁপড়ের মতো আজ,
কখন যে মুষড়ে দেবে
মৃত্যুর নতুন সাজ!
ভাবনা মনের মাঝে
ঘুণপোকা কাটছে,
আতঙ্ক মনটাকে
কুরে কুরে খাচ্ছে।
ওরা দেখি ভালো আছে
আজকেও বিন্দাস,
রোদে জলে পুড়ে ভিজে
ময়দানে রাত বাস।
ভাবনা ভাবে না ওরা
কে গেল আর কে এলো!
রাত্রি ফুরিয়ে গেলে
একমুঠো চায় আলো।
খোঁজে না ধর্ম অধর্ম
দেখে না তো জাতপাত,
চায় শুধু দুইবেলা
দুই মুঠো ফ্যান ভাত।
চাওয়াটা সীমিত হোক
দেখো পৃথিবীটা সুন্দর,
সন্তুষ্টি থাকুক মনে
হয়ো না বন বাঁদর।