কবিতাঃ- চিরন্তন খোঁজ
✍️ মনোজ ভৌমিক
কত বসন্ত গেছে চলে
এমনিই খালি খালি!
এ বসন্তে আনলে কেন
রং ভরা ওই থালি!!
সমুখপানে তাকিয়ে দেখো
উদাসী জনপদ,
দাঁড়িয়ে গেছে আজকে হোথা
ভালোবাসার রথ।
পারবে নাতো ফিরিয়ে দিতে
সেই বসন্ত জানি,
মিথ্যে কেন রাঙাতে চাও
শূন্য হৃদয়খানি!
শিমুল পলাশ কৃষ্ণচূড়ায়
রঙ আজ আনমোল!
চারিদিকে খুশির আমেজ
দ্বার খোল দ্বার খোল।
তাই বুঝি এই অস্তরাগে
মনে লাগলে যে দোল!
হৃদয় মাঝে খুঁজছি আজ
সেই পুরাতন মোল।