কবিতাঃ- দাগ
✍️ মনোজ ভৌমিক


বছর একাই হয় যে নতুন, দিন যাপনের ইস্তেহারে,
মনের ক্ষত কত পুরাতন,বছর কি তা মাপতে পারে?
প্রলেপ দিলেই শুকিয়ে যায় শরীরী ক্ষত ধীরে ধীরে,
ক্ষতের দাগ তো রয়েই যায় দেহের উপর চিরতরে।


চৈত্র শুধু ধূলোই উড়ায় দাগ রয়ে যায় মনের পাতায়,
বৈশাখের উতলা হাওয়া হোক না ব্যস্ত নতুন খাতায়।
জৈষ্ঠ দিনের প্রখর তাপে,সন্তাপী দাগ বড়ই কাঁদায়,
আষাঢ় দিনে ভরলে হৃদয়, শ্রাবণ কেঁদে দু'কূল ভাসায়।


দাগটা তখন জেগেই ওঠে, গুমট গরম ভাদুর গানে,
আশ্বিন আলোয় ধাঁধালে চোখ,কেউ কি বোঝে দাগের মানে?
হিমেল হাওয়ার পরশ মাখা কার্তিক কি দাগ
কে চেনে??
রাতের শিউলি দাগটা ঢেকে,নবান্ন ডাকে ওই অঘ্রানে।


একলা মনে দাগ কাঁপলে, শীত কাতুরে পৌষও হাসে,
দাগ লুকিয়ে আবার ও মন বাহারি ফাগুনে ভালোওবাসে!
দাগ খুঁজছে আজকে যারা,তারাও দেখি দাগেই ভাসে,
মাস গোনা সব ঋতুগুলি দাগ ছুঁয়ে নেয় অবলেশে।


সেকেন্ড মিনিট ঘন্টা দিনে ক্যালেন্ডারে মাস আসে যায়,
সংখ্যা বদলে বছর আসে, দাগ রয়ে যায় মন আঙিনায়।