কবিতা:- দারুণ নেশা সর্বনাশা
কবি:- মনোজ ভৌমিক


এখন আর ঘুম আসে না চোখে।


সেলফোনটা রাতজাগানিয়া হয়ে
সাথেই পড়ে থাকে।
যখন তখন ট্যুই শব্দে
চোখটি খুলে দেখে।
কী হল গো!
কার ম্যাসেজ!
অনেক প্রশ্ন জাগে।
আধঘুমোঐ চোখ তখন
হঠাৎ খুলে দেখে।
সে তো নয়?
যার ম্যাসেজটা
পোড়ামনটা খোঁজে?
এই নেশাটা আজকে দেখি
আধবুড়োদের চোখে।
ভাবছে তারা,সিস্টেমটা
আসত যদি বছর কুড়ি আগে।
হায়রে নেশা সর্বনাশা!
কেন এলি ওরে!
ছেলে-বুড়ো,ল্যাংড়া-ন্যুড়ো,
আজ তোরই ফাঁদে পড়ে।
কাজের কাজী হচ্ছে পাজী
দেখছে সময় করে,
কে কার সাথে কথা বলে
ফেসবুকে-ওয়াটস্যাপে!
সকাল হলে বলছে আবার,
"প্রজন্মটা উচ্ছন্নে গেছে।"
তুই ব্যাটা করছিলি কি?
বলনা এখন আগে!
সবাই তোলে সবে আঙুল
কেউ যায় না পিছে।
কাজ তো থাকে কাজের কাছে
আজ চোখ থাকে বে-কাজে।