কবিতা:- দেখা ভাষার প্রতি ভক্তি(৪০০তম)
           মনোজ ভৌমিক

সেই সাতচল্লিশ এনেছিলো মুক্ত স্বাধীনতা,
আটচল্লিশ জাগালো মনেতে বড়ই গভীর ব্যথা।

স্বাধীন ওই বিভেদী ঘরে জাগলো ভাষার আর্তনাদ,
মাতৃ ভাষাকে স্তব্ধ করার চললো ফন্দি ফ্যাসাদ।

তুষেরআগুন সদাই কিন্তু ধিকিধিকিই জ্বলে,
রক্তগঙ্গা বহালো ওরা,শত ছলে বলে কৌশলে।

মায়ের মমতা জাগলো তখন সহস্র হাতির বলে,
ফেব্রুয়ারি-২১ দেখালো ৫২কে,সন্তান কারে বলে!

ভাষার জন্য শহীদ বীরেরা,অনেক ঝরলো রক্তপাত,
সারা বিশ্ব জানলো সেদিন মাতৃ ভাষাই হোক না সাথ।

এমন মিষ্টি মধুর ভাষা আজকে কোথায় আছে বলোতো?
শহীদী রক্তের সেই ভাষা,কেন তবে আজ অবহেলিত!!

মাতৃভাষাকে সম্মান দেওয়া প্রতিটি জাতির উচিৎ,
নচেৎ সেই বীর শহীদরাও মান পাবে না আজ সমুচিত।

জানি তোদের স্বপ্ন এখন ওই আকাশ ছোঁয়ারই ছল,
একবার ওই 'মম' শব্দকে মধু স্বরে 'মা' তো আজ বল।

ঐ স্বরেতেই আছে রে জানিস বিশ্বাসী এক শক্তি,
সেই ভাষাতে বল রে কথা,দেখা ভাষার প্রতি ভক্তি।