কবিতা:- দিবসটা বেঁচে থাক
✍️ মনোজ ভৌমিক
দিবসটা "মে" হলেও
ওরা করে ম্যাঁও ম্যাঁও!
দুধ তো পায়না খেতে
মাছ তো দেয়নি কেউ!!
সময়ের যন্ত্রণায়
ভাবনা ওরা দেখছে,
"পরিযায়ী" শব্দটাও
কারা যেন ভুলেছে!
দু'টাকা কিলোর চালে
বড় বেশি ঝামেলা,
ভোটের বাজারে দেখে
মরণের চলে খেলা!
খেলা তো হচ্ছে হেথা
মিথ্যে শত আওয়াজে,
মানুষেরা মরছে মরুক
রেফারির বাঁশি বাজে!
আদাল কাদাল ঘোরে
ওরা দেখি রোজ রোজ!
রোদের ঠিকানা নাই
করে শুধু বৃথা খোঁজ।
হেনরী ঘুমিয়ে গেছে
পাথরের মূর্তিতে,
এখনের মে-দিবস
শ্রমিকের ভুখা পেটে!
ভাষণ শুনছে শুধু
রেশনেতে লিঙ্ক চাই!
সময়ের বহানায়
ভোটের গন্ধ পাই?
সভ্যতার ভীত ওরা
তবুও যে মূল্যহীন!
দিবসটা বেঁচে থাক
এইভাবে চিরদিন।