কবিতা:-ডিজিটাল ধর্ষক
মনোজ ভৌমিক
বলো আজ,আর কত অবরোধ হবে এই দেশে?
মোমবাতি মিছিলেতে আর কত শোক যাবে ভেসে?
সাত থেকে সতেরোর অনাথ ছিলো তো ওরা!
ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে দেহ, রক্ষক শয়তানেরা।
তুমি আমি বাস করি আজ এই সনাতনী দেশে,
কি করে লুকোয় ওরা মুখোশ পরে ছদ্মবেশে?
প্রশাসন দুঃশাসন রূপেতে মুক হয়ে থাকে!
অবলা শীলতাহানি হলে,ক্ষতি কার বলো তাতে?
হিসেব হারিয়ে যাবে রাঘব বোয়ালের দাপটে,
কেতাবি দস্তাবেজ জমা হবে,ভুয়ো রিপোর্টে।
তুমি আমি অবরোধী,চক্কর জেলের ঘানিতে।
আইনের চোখ বাঁধা,দাঁড়িপাল্লাটা হাওয়াতে।
এ দেশ এগিয়ে চলে,বুলেট ট্রেনের গতিতে
আইনি ব্যবস্থা চলুক না, মালগাড়ীর
ফিতে ।
অপরাধী বেল পায়, ভুয়ো প্রমাণের দাপটে।
ধর্ষিতা মুখ লুকোয়,এই সমাজের ঝাপটে।
মোমবাতি জ্বলে জ্বলে দূষণের গন্ধ বাতাসে,
ডিজিটাল ধর্ষক অবাধে ঘুরবে এ দেশেতে।