কবিতা:- ই-গোলাপ
কবি:- মনোজ ভৌমিক


গোলাপগুলো ফুটছে গাছে, তরতরিয়ে লাল,
প্রেমিকরা সব হাসছে কেমন,ফূলিয়ে দেখো গাল।


বলছে আজকে বুক ফুলিয়ে,দামটা তোর যতই বাড়ুক ওরে,
একটা গোলাপ দিতেই হবে,নইলে প্রেমটা যাবে মরে।


ঠোঁট দুটি যে বড়ই ক্লান্ত,মনটি আজ ভবঘুরে,
কেমন করে বোঝাই তারে,ভ্যালেন্টাইন ডে ওরে।


বলছি তারে ঐ গোলাপে লালটি কোথায় আছে?
পাপড়িগুলো ফেসবুকেতে কবেই শুকিয়ে গেছে।


চোখ ধাঁধানো লালটা কেবল দেখছি শুধুই গাছে,
বৃন্তটা শুধু আছেই জুড়ে,শুকনো গোলাপ শাখে।


আজকে এখন ই-গোলাপের,অনেক চল রে তাই,
ওয়াটস্যাপে আর ম্যাসেঞ্জারে,লাগে কম পয়সা ভাই।


ও গোলাপ তুই পড়ে থাকনা, যেমনি আছিস ওরে,
মনের গোলাপ আছে কি বেঁচে?দেখনা ভ্যালেন্টাইন ঘুরে!


সবচাইতে ই-গোলাপটা আজকে জিন্দা থাক,
কেউ জানবে না,কেউ শুনবে না,গোলাপ মনেতেই রাখ।