আকাশটা কি আজ ঘেমে উঠেছে!
হাওয়ারা কি তাই হাঁটা ভুলেছে!
তুমি বললে,"কঠিন এখন সময়।"
কেন? কি আর হবে? মেঘ সেজেছে;
বিজুলী খেলবে, বৃষ্টি পড়বে।
এটাই তো নিয়ম!


তুমি কি বোঝো না?
মেঘে মেঘে ঘষা লাগবে,
বজ্র পড়বে, ওরা মরবে,
তারা মরবে,তুফান উঠবে,
বন্যা আসবে, ভাসবে ঘর বাড়ী।
কাঁদবে সবাই। ভাববে আর বলবে,
"ওর উপর কিছু করার উপায় আছে কী!"


তুমি বলবে," এটা তো প্রাকৃতিক মহামারী!"
তাহলে করবে কি এখন!
চলতে যখন শিখেছিলে, উঠেছিলে-পড়েছিলে,
সোজা হয়ে দাঁড়িয়েছিলেও তখন।


হয়তো ঝড়ে পড়বে গাছ, ভাঙবে ঘরবাড়ী!
বানে ভাসবে কচুরী পানার সারি!
দেখবে তুমি এ সময় ক্ষণস্থায়ী।
মেঘ কাটবে। সূয্যি হাসবে।
নতুন হাওয়া আসবে ভূরি ভূরি।
তুমি থাকবে, আমি থাকবো,ওরা থাকবে।
গড়বো আবার এই মাটিতে,নতুন সুখের বাড়ী।