কবিতা:- এবার জেগেই থাকতে হবে
কবি:- মনোজ ভৌমিক


তোমরা বললে,"কোজাগরী পূর্ণিমা" জাগতে হয়।
কাল বলবে,"শিবরাত্রি" ঘুমোনো নয়।
আমি বলি বন্ধু,এবার একদিন নয়,দু'দিন নয়,
প্রতিদিন আসবে জাগার ক্ষণ।
যেমনি জেগে থাকে ফুটপাতে অসহায় মানুষের দল।
জেগে থাকে গভীর রাতে চোখ জ্বালা নিশাচর।
ওখানে জেগে নেই কি পড়শির ঐশ্বর্য ভরা ঘর!
ঐ দেখো, জেগে আছে প্রতিক্ষণ, সিরিয়ার মানুষজন।
আশঙ্কায় ঘুমোয় না আজও আফগানিস্তানের আবালবৃদ্ধ বনিতাগণ।
ঐ দেখো, ইরাকে গণতন্ত্রের অজুহাতে জেগে আছে নাগরিক।
এখানে কাশ্মীরে ঘুমোতে পারে না,সৈনিকের সাথে সাধারণ পাবলিক।
বাংলাদেশও আজ হালকা জন জাগরণ দেখি।
রেহিঙ্গারা আরাকানে আজ জেগে নেই কি?
পাকিস্তান কি আজ আত্মদহনে জ্বলছে নাকি?
স্পেনও কি আজ একটু শান্তিতে ঘুমোতে পারছে কি?
ফ্রান্সে দেখি আজ অনেক প্রাণের আহুতি!
ইংল্যান্ডে দেখি কেন আশঙ্কার জাগৃতি!
উত্তর কোরিয়াককে দেখে,জাগেনি কি আমেরিকা-চীন?
আর ঘুমোবোনা বন্ধু,এবার জাগাটাই হবে সমীচীন।।