কবিতা:- এবার মরে মরেই বাঁচবি রে(ছড়া)
কবি:- মনোজ ভৌমিক


ভাগ্নে মদন
করছে রোদন।
বলছে আমায়,
দেহে আমার
রক্ত নাই।
রক্ত চাই।
নইলে পরে
ভাগ্যে আমার
বাঁচা নাই।
বল্লুম তারে
চোখ পাকিয়ে,
এমন কথা
বলতে নাই।
এখন তুই
বল আমারে
কে বলেছে
রক্ত নাই?
বদ্যি মশাই
করলে যাচাই
সূচ ফোটালে
পাছার 'পরে।
বললে বেটা,
রক্ত কোথায়!
জল হয়েছে
ডেংগুতে।
রক্ত যদি
না নিস এখন
মরতে হবে
কাল প্রাতে।
বল্লাম আমি,
চেঁচিয়ে তারে,
ঘুমোসনি কেন
মশারিতে?
বিপদ কালে
সবাই বলে
এখন আমি
করিটা কি!
পেঁপে পাতার
রস নিংড়ে
দিন কতক
খা দেখি।
রক্ত - রক্ত!
করিস ক্যানে?
রক্ত আছে
কার দেহে?
মাটির দেহ
মরছে যে রে
রক্ত কমার
রোগেতে!
রক্ত তুই
পাবি কোথায়!
এবার মরে মরেই
বাঁচবি রে।