কবিতা:- এক চোল জল
কবি:- মনোজ ভৌমিক


মনের দরজা বন্ধ রেখে,
প্রাণের কবাট খোলো।
দুয়ার পানে তাকিয়ে দেখো,
সাঁই ভিখারী যে এলো।
ভিক্ষাপাত্রটি হাতে নিয়ে,
বলে," আমায় দে কিছু।"
শুনেও তুমি শুনলে না গো,
দিলে না কিছুমিছু।
দুয়ার হতে চললো সাঁই,
নিরাশ বদন নিয়ে।
বৈশাখী রোদ চোখেতে তার,
বলে,"ভালোথাকো প্রিয়ে।"
ক্লান্ত ফকির শ্রান্ত দেহে,
নিমের তলে বসে।
মিষ্টি মেয়ে কুয়োর থেক,
চোল ভরা জলে আসে।
অবাক চোখে তাকিয়ে থাকে,
সাঁই যে তাহার পানে!
গভীর ভাবনা ভাবতে থাকে
আজকে আপন মনে।
"দুয়ার হতে দুয়ারে ঘুরেছি
পাইনি একটি দানা।
শিশুর মনের ভাবনাটা
যায় না আজকে গোনা।"
বুকের মাঝে টানলো সাঁই
বললো আশীষ দিয়ে,
জন্ম জন্ম আসিস তুই
এই ভাবনাটা নিয়ে।