কবিতা:- এক টুকরো আকাশ দেবে
          মনোজ ভৌমিক

আমাকে এক টুকরো আকাশ দেবে?
ঐ বড় নীল আকাশটা চাইছিনা আমি,
আমি চাই তোমার মনের এক টুকরো আকাশ।
যেখানে একরাশ প্রশান্তি আছে,
আছে নির্ভেজাল রোদ্দুর
জমে আছে এক বুক সুখের বাতাস!
আমি ঘুমোতে চাই না!
আমি উড়তে চাই.. ডানা মেলে দেবো
ওই আকাশে?
জানি,মন চাইলেও তুমি দেবে না।
সুখের আকাশ কি কেউ দিতে চায়?
নাই বা দিলে,ক্ষতি নেই!
যদি কখনো কালো মেঘ জমে ওঠে ঐ আকাশে..
তখন না হয় দিও।
আমি চাতক হয়ে জল খুঁজে নেবো,
পিয়াসী হৃদয় জুড়িয়ে নেবো।
দেবে আমায়,এক টুকরো আকাশ?