কবিতা :- একাকীত্ব
✍️ মনোজ ভৌমিক
কত কি যে মনে পড়ে
তোমার বিহনে,
ভাবি একা বসে বসে
একাকী নির্জনে।
কত না মধুর ছিল
সে সকল দিন!
হৃদয়ের কথা হতো
বসে অমলিন।
আজ তুমি গেছো চলি
আমা হতে দূরে,
পুরাতন স্মৃতিগুলি
মনে খেলা করে।
বিষন্নতা ছায় মনে
রাতের আঁধারে,
স্তব্ধতা ধরা পড়ে
বীণার এ তারে।