কবিতা:- একটু দাঁড়া হেথা
মনোজ ভৌমিক
একটু দাঁড়া হেথা,জল নিয়ে আসি।
কোথা আছে জল!
তুমি দেখেছো কি?
পাথরের বুক বেয়ে হেথা নামেনি ঝর্ণা,
চাতক ঘুমোয় এ মাটিতে,নীরব কান্না।
আজ মাটির বুকফাটা আর্তনাদ শুনি,
গাছেদের প্রেতাত্মাও কাঁদছে এখনি!
মানুষ শোনেনি,
বধির যে ওরা।
পৃথিবীর নদীনালা পুকুর খুঁজছি,
কেবলি চারিদিকে মরীচিকা দেখছি!
দাঁড়া তুই ও মেয়ে,সমুদ্রেতে যাই,
সমুদ্রের নোনাজলে পিয়াস মেটাই।
ওখানেতে চেয়ে দেখি বিষ যে এখন,
নীলকণ্ঠ হতে চায় না আজ এ মন।
দু'চোখের নোনা জলে
ভরে নে রে ওই বুক।
যদি কোনোদিন ঈশ্বর কাঁদে,
বুকভরে নিস পিয়াসার সুখ।