কবিতাঃ-একসাথে দোয়া মাগ
✍️ মনোজ ভৌমিক
মসনদ ছুঁয়ে চলে যায় ঈদ
রমজান আছে জেগে,
মক্কা মদিনা নীরব দর্শক
ধর্মের ধ্বজা আগে!
খুশির অঙ্গনে মৃত পরিজন
এ কেমন ঈদ বলো!
ধর্ম আজকে মানুষ খুঁজছে
কবরে খুঁজছে আলো!!
গৃধিনীরা উড়ছে আকাশে
ধোঁয়া মাখা চারিধার!
ধরণীর বুকে মৃত্যু সরব
ঘন কঠিন আঁধার!!
দশমী হোলি ঈদ মহরম
ঈস্টার গুডফ্রাইডে,
সময়ের সাথে মন্ত্র জপছে
দূরত্ব আর গাইডে!
এখন শুধু একটা আওয়াজ
জাগরে মানুষ জাগ,
সকল বিভেদ দূরে ফেলে দিয়ে
একসাথে দোয়া মাগ।