কবিতা:-এমনি ক'রে চলবে কত দিন!
কবি:-মনোজ ভৌমিক


শরীরের হিমোগ্লোবিনের পরিমাণটা,ক্রমশ কমে আসছে;
স্বেত রক্তকণিকাদের জোড়,বড্ড শিথিল হয়ে পড়েছে।
দেহরস ক্রমবর্ধমান গতিতে বেরিয়ে চলেছে,
ঠোঁট গুলি ফেটে চৌচির হয়ে পড়েছে।
দেহের রঙের অনেক পরিবর্তন ঘটেছে।
সমস্তরকমের দুরারোগ্য ব্যাধি গুলি,
তোমার শরীরের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে।
প্রজনন ক্ষমতা ধীরে ধীরে শেষ হয়ে আসছে,
সংসারের কারুর কোনো ভ্রুক্ষেপ নেই।
তোমারও নিজের দিকেও কোনো লক্ষ্য নেই।
নীরবে মুখ বুজে সবাইকে ধন্য করে যাও তুমি।


কখনো কখনো রান্না ঘরের কালো ধোঁয়া,
তোমার শ্বাস রোধ করে তোলে;
তুমি প্রচন্ড অস্বস্তির মধ্যেও সামলে নাও নিজকে।
প্রদূষণের প্রভাবে,দেহের চামড়া কুঁচকে গেছে!
সেই রূপ! সেই লাবণ্য! নেই আর দেহেতে।
মাঝে মাঝে রাগে ফেটে পড়ার চেষ্টা করো,কিন্তু,পারোনা।
এমনি ক'রে চলবে কত দিন!
প্রতিবাদ করো।গর্জে ওঠো।
তবেই দেখবে..আসবে সুদিন।