কবিতাঃ- এসো আজ
✍️ মনোজ ভৌমিক

স্বার্থের হোক অকাল মৃত্যু
উদারতার আয়ু বাড়ুক,
মানবতার প্রবল চাপে
হিংসা পথ ছাড়ুক।

স্বার্থমগ্ন এই দুনিয়ায়
মানবতা আজ অন্ধ,
ধর্ম ভাবনা আগ্রাসী হয়ে
হানাহানি আর দ্বন্দ্ব!

শান্ত হোক সুখের পৃথিবী
ভাতৃত্ববোধ হোক দৃঢ়,
প্রেম প্রীতি আর ভালোবাসা
সময়েই হোক বড়।

মহামানবেরা গেয়েছেন
জীবনের জয়গান,
মানবতা আজ যেটুকু আছে
সেটুকু তাদের দান।

এসো আজ এ পূণ্য বাসরে
শুনবো সেই আহ্বান,
দূর হয়ে যাক ধর্মের ধ্বজা
মানবতা হোক মহান।

পৃথিবী আবার সুস্থ হবে
প্রচেষ্টা হোক সফল,
হাসবে ফুল,উড়বে পাখি,
প্রকৃতি হোক সবল।