কবিতা:- এসো হে বৈশাখ
কবি:- মনোজ ভৌমিক


হঠাৎ করে মনের কোনে জাগলো অনুভূতি,
চৈত্রটা প্রাণ জ্বালিয়ে নিচ্ছে আজকে ছুটি।
শুকনো পাতা উড়িয়ে দিয়ে বৈশাখটা এলো,
গুরুগম্ভীর রূপটি তার সবাই দেখে নিলো।


আকাশ পথে রৌদ্ররূপ দিনান্তে হুংকার,
বলছে শিবা,"আমি নটরাজ, দিগন্ত আমার।"
জটার জালে বদ্ধ সূরজ, চারিদিকে আঁধার,
প্রলয়ঙ্কর রূপটি তার উঠলো জেগে এবার।


ধ্বংস নাচন নাচার পরে শান্ত প্রকৃতি,
মাটির বুকে রস সঞ্চার প্রাণের আকুতি।
রুদ্ররূপে এলেও বৈশাখ সৃষ্টি হৃদয় মাঝে,
তাই তো কবি বলছে আজ,"এসো নতুন সাজে।"