কবিতা:-এসো তুমি একবার
মনোজ ভৌমিক
বেদ মন্ত্র জেগে উঠুক আজ ধরা ধামে,
জেগে উঠুক শর্বরী,সূর্য-এর প্রচন্ড আহ্বানে।
আসুক ধরিত্রী বুকে প্রাণের জোয়ার,
জন্মনিক এ ধরাতে আর এক মহান।
দূরন্ত সমুদ্র-আকাশ হতে,উঠে আসা দিনান্ত সূর্য,
বার বার ও যেন বলে যায়, "ধ্বংস আজ অনিবার্য। "
মানুষের বিকৃত চিত্ত,নিমগ্ন আগ্রাসী মনোভাবে,
বজ্রদীপ্ত কন্ঠে একে অপরকে বলে ওঠে,"আগামীতে দেখা হবে।"
প্রকৃতির মহীয়সী রূপ আজ বৃহন্নলা একেবারে,
প্রচেষ্টায় মহীয়ান সবাই,তারেই দখলের তরে।
ধর্মান্ধ মানুষগুলো,রিক্তার বুকে এঁকে দেয় হিংসার ছাপ।
ঐশ্বর্য-এর দাম্ভিকতায় বলে ওঠে," কে কার বাপ!"
ধোঁয়াশামাখা আজকের ওই বিষাক্ত নীলাকাশ
বার বার বলে ওঠে,"নিতে দাও আমায় স্বস্তির শ্বাস। "
চোখে ভাসে আগামী প্রজন্মের বিকলাঙ্গ প্রতিকৃতি,
এসো তুমি একবার,মুছে দাও মানুষের ঘৃণ্য প্রবৃত্তি।