কবিতা:- ফিরে এসো বন্ধু আমার
কবি:- মনোজ ভৌমিক (দুর্নিবার কবি)


যে রক্ত আজ তুমি অঝোরে ঝরালে,
একদিন ঐ রক্ত মেখে এসেছিলে এই ধরাতে।
পার্থক্য রক্তে নেই,ভেবে দেখো মনে।
সেদিন রক্তদেহে ছিল, নিদারুণ জিজ্ঞাসা!
আজ ঐ রক্তে দেখি, ভয়ঙ্কর জিঘাংসা।
নিমজ্জিত অন্ধকারে,আকুতি ভরা মনে;
প্রবল উন্মাদনা ছিল,আলো দেখবে বলে।
ঐ দেখো,ঐ সুপ্তবীজ মেদিনীর গর্ভে;
ভাবে অহরহ,একদিন মহীরুহ হবে।
হয়তো তোমার এ ইচ্ছা আজ,যন্ত্রণাদগ্ধ।
সমাজের প্রগাঢ় অন্ধকারে,হতাশাগ্রস্থ।
তাই বলে, সমাজের রক্ত ঝরাবে!


চেয়ে দেখো,ফুল গাছে, ফুল কত ফোঁটে।
কেউ যায় দেবতার পায়ে,কেউ চেয়ে থাকে।
তুমিও তো ফুল প্রিয়,কেন রবে দূরে?
যে রক্ত ঝরাও তুমি,সে রক্তে তাকিয়ে দেখো;
হয়তো তোমার মত,ভাই-বন্ধু-মা-বোন,
আত্মীয় -স্বজন, ঘুমিয়ে আছে কত শত।
ফিরে এসো বন্ধু আমার,চৈতন্য চেতনা নিয়ে মনে;
রক্ত নয়,প্রেমামৃত-সুধারস,ঢেলে দাও,এ বিশ্বমাঝারে।